যশোরের মণিরামপুরে দি হাঙ্গার প্রজেক্টের সবজি বীজ বিতরণ

 করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার লক্ষ্যে প্রান্তিক জনগণের প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিত করতে সব্জিবীজ বিতরণ করা হয়েছে । আজ সোমবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মনিরামপুরের মনোহরপুর ইউপি কমপ্লেক্স মিলনায়তনে এই বীজ বিতরণ করে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরপুর ইঊপি চেয়ারম্যান মাষ্টার মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি উপ-সহকারী বি, এম জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালীপদ মন্ডল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আকাশ মল্লিক, সিরাজুল ইসলাম ফকির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট’র ইউনিয়ন সমন্বয়কারী অমর রায়। অনুষ্ঠানে ইউনিয়ের ৩শ’ দরিদ্র কৃষক পরিবারের জন্য ৭ প্রকারের সব্জিবীজ ১০ টি গ্রাম উন্নয়ন দলের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *