এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। এবার আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এখন মুগ ডাল তোলায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে সংশ্লিষ্টরা জানান, বিগত বছরের থেকে এবার মুগ ডালের দামও বেশি। জানা গেছে, দেশে সব থেকে বেশি মুগ ডাল পটুয়াখালী জেলায় উৎপাদিত হয়। এই অঞ্চলের মাটি ডাল চাষের জন্য উপযোগী। এবার অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করায় জেলায় মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। গত বছর জেলায় ৭৬,০০০ হেক্টর জমিতে মুগের চাষ হয়েছিল। এবার জেলায় প্রায় ৯৭,৪৪০ হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। এবার জেলার অধিকাংশ জমিতে বারী মুগ-৬ জাতের ডাল চাষ হয়েছে ও আবহাওয়া অনুকূল এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় একর প্রতি ২৭০০ থেকে ২৮০০ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে জানায় কৃষকরা। গত বছর প্রতি মণ মুগ ডাল ২৫০০ টাকা দরে বিক্রি হলেও এবার ৩৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে খুশি উপকূলীয় এলাকার কৃষকরা।