প্রধানমন্ত্রীর অনুদানের চেক সাংবাদিকদের মাঝে তুলে দিলেন গোপালগঞ্জ ডিসি কাজী মাহবুবুল আলম


প্রধানমন্ত্রী শেখ হাাসিনার উদ্যোগে করোনাকালীন (৩য় পর্যায়ের) অনুদানের (১০ হাজার টাকা) চেক গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় চেক বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহসিন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পর্যায়ে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর ৩২ জন সদস্যের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।