প্রধানমন্ত্রী শেখ হাাসিনার উদ্যোগে করোনাকালীন (৩য় পর্যায়ের) অনুদানের (১০ হাজার টাকা) চেক গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় চেক বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহসিন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পর্যায়ে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর ৩২ জন সদস্যের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।