টুঙ্গিপাড়ায় শেখ ফজলুল হক মনি কে কটুক্তি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আজ ১৩ সেপ্টেম্বর রবিবার টুঙ্গিপাড়ায় আওয়ামী যুবলীগ টুঙ্গিপাড়া কতৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযোদের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি কে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বানোয়াট ও অসাংগঠনিক এবং বৃভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সামবেশের আয়োজন করা হয়। এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অতি শিঘ্রই কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।