আজ ১৩ সেপ্টেম্বর রবিবার টুঙ্গিপাড়ায় আওয়ামী যুবলীগ টুঙ্গিপাড়া কতৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযোদের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি কে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বানোয়াট ও অসাংগঠনিক এবং বৃভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সামবেশের আয়োজন করা হয়। এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অতি শিঘ্রই কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।