টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে পাচকাহনিয়া গ্রামের কৃষক হেমায়েত উদ্দিনের ৩ টন বোরো ধান সংগ্রহ করে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ওসি এএফএম নাসিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওয়াজিউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, উপজেলার কৃষকদের থেকে সরাসরি ৯’শ ৭২ টন বোরো ধান সংগ্রহ করবে খাদ্য গুদাম। আগামী ১৬ আগস্টের মধ্যে ২৭ টাকা কেজি দরে জনপ্রতি ৩ টন ধান দিতে পারবে। ধান সংগ্রহে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।