চিতলমারীতে সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, চিতলমারী কোঅপারেটিভ চেয়ারম্যান এস এম ইদ্রিসুর রহমান, উত্তরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সজল রায়, গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির গীতা মন্ডল ও কাকলী হালদার।
অনুষ্ঠানে পাঁচ নারী সমবায়ীকে চেক ও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় তিনটি সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।