‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, চিতলমারী কোঅপারেটিভ চেয়ারম্যান এস এম ইদ্রিসুর রহমান, উত্তরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সজল রায়, গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির গীতা মন্ডল ও কাকলী হালদার।
অনুষ্ঠানে পাঁচ নারী সমবায়ীকে চেক ও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় তিনটি সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।