পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ গোপালগঞ্জ কাশিয়ানীতে আজ দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়,প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস, কবুতর প্রদর্শন করা হয়। আজ পহেলা মার্চ বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি বিশেষ অতিথিগণ ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথীৃজ কুমার দাস,আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা ফ্যামিলি প্লানিং কর্মকর্তা জহিরুল ইসলাম, সহ মাহামুদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজ,নিজামকান্দি ইউপি হাজী নওসের আলি , এ সময় বক্তারা তাদের বক্তব্যে খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করে সেই সাথে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের চারটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করে, এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন