করোনা ঝুঁকির মধ্যেই রাজধানীতে বসছে ২৪ কোরবানি পশুর হাট

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

করোনাভাইরাস মহামারী অবনতির মধ্যেই রাজধানীর দুই সিটি করপোরেশনে ২৪টি কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে।

ঢাকার দুই সিটি- উত্তর ও দক্ষিণ হাট ইজারার জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। ডাক পাওয়ার ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪টি আর উত্তর সিটি করপোরেশন ১০টি হাটের ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বাংলাদেশে।

করোনা মহামারীর কারণে গত ২৫ মে দেশের মানুষকে ঈদুল ফিতর তথা রোজার ঈদ করতে হয়েছে বিধিনিষেধ মেনে। এর মধ্যে কোরবানির ঈদও কতটা স্বাচ্ছন্দ্যে করা যাবে সে শঙ্কা থেকেই যাচ্ছে।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *