এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে লিগ্যাল নোটিশ

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দিয়েছেন শব্দাতী রায় নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রেজিস্ট্রি ডাক যোগে শতাব্দী রায় নামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিন দিনের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পরীক্ষার্থীর আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

নোটিশে বলা হয়েছে, ‘মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বেআইনি ও একমুখী। পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক বৈষম্য তৈরি করবে। এই সিদ্ধান্তটি চাপিয়ে দেয়া হয়েছে। এর কারণে যারা ভালো প্রস্তুতি নেয়নি তারাও সুবিধা পাবে তবে করোনাভাইরাসের পরিস্থিতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে, টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হলে সেটা হবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত। লিগ্যাল নোটিশের জবাব তিন দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষা মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো শতাব্দী রায় সাভারের একটি মহিলা কলেজের শিক্ষার্থী এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের একজন পরীক্ষার্থী।

এর আগে, গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *