মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের ক্লাস রুটিনে প্রাত্যহিক সমাবেশসহ শারীরিক শিক্ষার ক্লাস নেওয়ার পাশাপাশি খেলাধুলা (ইনডোর/আউটডোর) যুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. আক্তারুজ্জামান ভূঞার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়েছে, প্রতিদিনের সমাবেশসহ রুটিন অনুযায়ী শারীরিক শিক্ষার ক্লাসের পাশাপাশি খেলাধুলায় (ইনডোর/আউটডোর) সরাসরি প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ করতে হবে। প্রতিদিনের ক্রীড়া বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা শারীরিক শিক্ষার শিক্ষকদের নিজ বিষয়ের সব দায়িত্ব পালনে বাধ্য করবেন। প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকদের সমন্বয়ে ক্রীড়া ফান্ডের জন্য ব্যাংকে আলাদা হিসাব খুলতে হবে। এ অর্থ থেকেই বাৎসরিক ক্রীড়া কার্যক্রম পরিচালনাসহ প্রতিষ্ঠানের ক্রীড়া উন্নয়নে অর্থ ব্যয় করতে হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ওয়েবসাইটের ‘অভিযোগ বক্স’ মেনুতে অভিযোগ আকারে চিঠি দিতেও বলা হয়েছে।

By M M SADDAM HOSSAIN

I am an idealistic journalist.