ইসলাম ধর্মের নিন্দা করায় নাইজেরীয় নাস্তিককে হত্যার হুমকি

একজন স্ব-স্বীকৃত নাস্তিক মোবারক বালাকে নবি মুহাম্মাদকে অপমান করার কথিত অভিউত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাদুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে নাইজেরীয় দৈনিক পাঞ্চ।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কানো অঞ্চলের পুলিশ কমিশনারের কাছে মুসলমানদের বিরুদ্ধে জিকোকো অনলাইন পোর্টাল অনুসারে এবং প্রকাশিত ফেসবুক পোস্টগুলিকে “উস্কানিমূলক ও বিরক্তিকর” বলে অভিযোগ করা একদল আইনজীবির একটি আবেদনের পর বালাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কানো প্রদেশের দণ্ডবিধি অনুসারে ধর্মনিন্দার অভিযোগে বালা’র বিচার করা হতে পারে। দোষী সাব্যস্ত হলে তার জরিমানাসহ দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *