মৎস্য বাঁচাও অবৈধ কারেন্ট জাল হটাও

মৎস্য বাঁচাও অবৈধ কারেন্ট জাল হটাও এমনই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছেন কাশিয়ানী উপজেলা প্রশাসন। গতকাল শনিবার ২২ আগস্ট ২০২০ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়পুরহাটে বিকাল ৫ টায় জনাব আতিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি ডিমওয়ালা মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রয় ও ব্যবহার বন্ধের একটি অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সেখান থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন, যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। এরপর সন্ধ্যা ৭ টায় কাশিয়ানী উপজেলা ভবনের সামনে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান সিরাজ অপু, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ অভিযান পরিচালনার সময় জনাব আতিকুল ইসলাম বলেন নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারে পোনা, ও ডিম ওয়ালা মাছ রক্ষা পায় না ফলে মাছের প্রজন্ম ও বংশবৃদ্ধি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কারেন্ট জাল ব্যবহার করলে অচিরেই মৎস্য সম্পদ হারিয়ে যাবে, আমিষের চাহিদা সম্ভবপর হবে না। তাই অবৈধ কারেন্ট জাল বিক্রয় ও ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এবং এই মাছে ভরা মৌসুমী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *