মৎস্য বাঁচাও অবৈধ কারেন্ট জাল হটাও এমনই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছেন কাশিয়ানী উপজেলা প্রশাসন। গতকাল শনিবার ২২ আগস্ট ২০২০ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়পুরহাটে বিকাল ৫ টায় জনাব আতিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি ডিমওয়ালা মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রয় ও ব্যবহার বন্ধের একটি অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সেখান থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন, যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। এরপর সন্ধ্যা ৭ টায় কাশিয়ানী উপজেলা ভবনের সামনে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান সিরাজ অপু, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ অভিযান পরিচালনার সময় জনাব আতিকুল ইসলাম বলেন নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারে পোনা, ও ডিম ওয়ালা মাছ রক্ষা পায় না ফলে মাছের প্রজন্ম ও বংশবৃদ্ধি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কারেন্ট জাল ব্যবহার করলে অচিরেই মৎস্য সম্পদ হারিয়ে যাবে, আমিষের চাহিদা সম্ভবপর হবে না। তাই অবৈধ কারেন্ট জাল বিক্রয় ও ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এবং এই মাছে ভরা মৌসুমী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।