দক্ষিণ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার গ্রেপ্তার এবং স্বর্ণালংকার টাকাসহ অস্ত্রগুলি উদ্ধার।

গৌরনদী থানার কেফায়েতনগর এলাকার ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১০ঃ১০ ঘটিকায় বরিশাল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ শাহজাহান হোসেন পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাতের ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি সেলাই রেঞ্জ এবং একটি প্লায়ার্স উদ্ধার করে। এ অভিযানে গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বিরুনী, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা অংশ নেন।

অদ্য ২২/৯/২২খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার বরিশাল জেলা জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় তিনি এই অভিযানে অংশগ্রহণ করা টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান এবং সম্পত্তি সংক্রান্ত যেকোনো অপরাধ দমন, উদ্ঘাটন এবং প্রতিরোধে জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখার আশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য যে এ ডাকাতের ঘটনায় সংশ্লিষ্ট ডাকাত সরদার দেলোয়ার হোসেন দিলু সহ ৮ জন ডাকাতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণালংকার ও টাকা) উদ্ধার করা হয়েছে। বক্তব্যকালে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো সহ যেকোনো অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *