গৌরনদী থানার কেফায়েতনগর এলাকার ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১০ঃ১০ ঘটিকায় বরিশাল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ শাহজাহান হোসেন পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাতের ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি সেলাই রেঞ্জ এবং একটি প্লায়ার্স উদ্ধার করে। এ অভিযানে গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বিরুনী, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা অংশ নেন।
অদ্য ২২/৯/২২খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার বরিশাল জেলা জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় তিনি এই অভিযানে অংশগ্রহণ করা টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান এবং সম্পত্তি সংক্রান্ত যেকোনো অপরাধ দমন, উদ্ঘাটন এবং প্রতিরোধে জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখার আশ্বাস ব্যক্ত করেন।
উল্লেখ্য যে এ ডাকাতের ঘটনায় সংশ্লিষ্ট ডাকাত সরদার দেলোয়ার হোসেন দিলু সহ ৮ জন ডাকাতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণালংকার ও টাকা) উদ্ধার করা হয়েছে। বক্তব্যকালে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো সহ যেকোনো অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।