গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসব সু্ষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তামূলক সভা
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সকল অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন।
👉👉 আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তামূলক সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন নির্দেশনা প্রদান করেন-
👉১। সকল পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনতে হবে
👉২। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে, এখন থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে পাশাপাশি প্রত্যেক বিট অফিসার তার বিট এলাকার সকল পূজা মন্ডপের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবেন
👉৩। পূজায় আগত দর্শনার্থীদের নারী ও পুরুষের আলাদা লাইনের ব্যবস্থাসহ পূজা উদযাপন কমিটির নিয়োগকৃত ভলান্টিয়ারদের জন্য একই রকম পোশাক বা আইডেন্টিফিকেশন কার্ডের ব্যবস্থা করতে হবে
👉৪। পূজা মন্ডপের দৃশ্যমান স্থানে ওসি/বিট অফিসার/ পুলিশ কন্ট্রোল রুম সহ জরুরি নম্বর লাগিয়ে দিতে হবে
👉৫। কোন রকম গুজবে কান দেওয়া যাবে না। জেলা পুলিশের মনিটরিং সেল সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে। যে কোন প্রয়োজনে সাথে সাথে বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করতে হবে।
👉৬। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রতিমা বিসর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
👉৭। রেজিষ্ট্রেশন বিহীন, হেলমেট ছাড়া, দুইজনের বেশি এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী প্রদান করেন।