গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সকল অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন।
👉👉 আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তামূলক সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন নির্দেশনা প্রদান করেন-
👉১। সকল পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনতে হবে
👉২। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে, এখন থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে পাশাপাশি প্রত্যেক বিট অফিসার তার বিট এলাকার সকল পূজা মন্ডপের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবেন
👉৩। পূজায় আগত দর্শনার্থীদের নারী ও পুরুষের আলাদা লাইনের ব্যবস্থাসহ পূজা উদযাপন কমিটির নিয়োগকৃত ভলান্টিয়ারদের জন্য একই রকম পোশাক বা আইডেন্টিফিকেশন কার্ডের ব্যবস্থা করতে হবে
👉৪। পূজা মন্ডপের দৃশ্যমান স্থানে ওসি/বিট অফিসার/ পুলিশ কন্ট্রোল রুম সহ জরুরি নম্বর লাগিয়ে দিতে হবে
👉৫। কোন রকম গুজবে কান দেওয়া যাবে না। জেলা পুলিশের মনিটরিং সেল সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে। যে কোন প্রয়োজনে সাথে সাথে বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করতে হবে।
👉৬। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রতিমা বিসর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
👉৭। রেজিষ্ট্রেশন বিহীন, হেলমেট ছাড়া, দুইজনের বেশি এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী প্রদান করেন।