পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা

 পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনার দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আয়োজনে শহরের ‘ডাক দিয়ে যাই’ অফিস সম্মেলন কক্ষে পিরোজপুর এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এ কর্মশালার উদ্ধোধন ও সভাপতিত্ব করেন।

রবি ও সোম (২৯-৩০) ২ দিন ব্যাপী এ কর্মশালা সোমবারে সম্পন্ন হয়েছে। পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন সিকদার, পিরোজপুর এপির ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. সেলিম রেজা, প্রোগ্রাম অফিসার পলিন সরদার, বিপ্লব ইসাহাক সরদার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিউডিনাস বৈদ্য প্রমূখ।

“ভিডিসি ও ইউএসডিসির যৌথ পরিকল্পনার কাজের পাশা পাশি আরও কি কি কাজ করলে এলাকার ইস্যু ভিত্তিক স্বপ্নগুলো সুন্দর ভাবে বাস্তবায়িত করা যাবে। যার মাধ্যমে এলাকার শিশুদের সার্বিক কল্যাণ এবং হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে মূখ্য ভূমিকা রাখবে। সে সব বিষয় সবার সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে আশা করছি।

সকলে মিলে যৌথ উদ্যোগ নিয়ে আমরা আগামী বছর ভালো কাজ করতে পারবো”- এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং কর্মশালার উদ্ধোধন কালে এ সব কথা বলেন। বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালায় গ্রাম ও নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, অংশীারগণ, প্রত্যক্ষ উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং এপি স্টাফবৃন্দের যৌথ পরিকল্পনার পর্যালোচনা, শিশুদের অংশগ্রহণের মতামতের মূল্যায়নের ফলাফল, বিগত এক বছরের বাধা-প্রতিবন্ধকতা, শিক্ষনীয় বিষয়সমূহ বিস্তর দলীয় কাজ এবং আগামী অর্থ বছর-২০২৩ এর জন্য সংশোধীত লক্ষ্যমাত্রা নির্ধারনসহ সঠিকভাবে শিশু এবং হতরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পনা করা হয়। ২দিন ব্যাপি কর্মশালা শেষে সবার সক্রিয় অংশগ্রহণ এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং প্রোগ্রামের সমাপ্ত ঘোষনা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *