বরিশাল মহানগরীর পুলিশ লাইন রোড গোপন তথ্যের ভিওিতে বরিশাল কোতোয়ালি মডেল থানার চৌকস টিমের অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জনাব লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের চৌকস টিমের উপ-পুলিশ পরির্দশক(এস.আই) মেহেদী হাসান , এ.এস.আই সাইফুল,এ.এস.হালিমসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। একটি ব্যাগ ভর্তি ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ফয়সাল নামের এক যুবক আটক হন। গতকাল ১৬ এপ্রিল শনিবার বিকেল ০৫:৩০ ঘটিকার সময় তাকে আটক করা হয় বলেও নিশ্চিত করেন।আটকৃকত ব্যক্তি হলেন,পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী গ্রামের আবুল কালাম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদার। এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আজিমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযানে ফয়সাল নামের এক ব্যক্তিকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল বিগত সময় থেকে চলমান এ ধরনের মাদকের বেশ কয়েকটি সফল অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধারে বরিশাল কোতয়ালী মডেল থানার চৌকস ও বেষ্ট অফিসার পদক প্রাপ্ত এস.আই মেহেদী হাসান ও তার সঙ্গীয় ফোর্সের বিশেষ তৎপরতা প্রসংশনীয়। এস.আই মেহেদী হাসান জানান মাদকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।