আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গসংগঠন। গতকাল ১৬ এপ্রিল শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল রবিবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হবে। পরবর্তীতে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে। সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সোয়া ১০টায় গার্ড অব অনার দেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় মেহেরপুরের মুজিবনগরে শেখ হাসিনামঞ্চে একটি জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Enter

You sent

Open photo

By