পিরোজপুরে ইফতার নিয়ে এতিমদের পাশে উপজেলা চেয়ারম্যান
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম,এতিম, দুঃস্থ ও হেফজ খানার হাজারো শিশুদের পাশে দারিয়েছেন ইফতার নিয়ে। আজ( বুধবার) মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আল-গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রতি বছরের মতো এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এ নেতা। এসময় এতিম ও দুঃস্থ শিশুরা ছাড়াও ইফতারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নদমূলা শিয়ালকাঠি ও ইকড়ি ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয় । ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।