কোটালীপাড়ায় পল্লী উদ্দোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্ত, মৎস্য, হাসমুরগী,গরু খামারী ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ ৫৩ জন পল্লী উদ্দোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ৭১ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ১১ আগষ্ট বেলা১১টায় উপজেলা পরিষদ হল রুম লাল শাপলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কোটালীপাড়া এ ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – উপপরিচালক বিআরডিবি গোপালগঞ্জ মোঃ গোলাম রসূল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া বিআরডিবি চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। এসময় আরো উপস্থিত ছিলেন – কোটালীপাড়া বিআরডিবি অফিসার এস এম হুমায়ুন কবির, সহকারী বিআরডিবি অফিসার মোহাম্মাদ হোসেন মিয়া, পল্লী উদ্দোক্তা খগেন্দ্র নাথ বাড়ৈ, পল্লী উদ্দোক্তা নাসিমা খানম প্রমূখ।