রাণীনগরে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি মিলন হোসেন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ইয়ার উদ্দীনের ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত ২০১৪ ইং সালে দিনাজপুর জেলার বিরামপুর থানায় অস্ত্র আইনে মিলনের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বড়বড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মিলনকে আদালতে প্রেরণ করা হয়েছে।