‘‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বঙ্গমাতার জীবনী শিক্ষা আমাদের সুশিক্ষিত করে গড়ে তুলবে’’সহকারি কমিশনার (ভ‚মি) সাখাওয়াত জামিল সৈকত

সাড়া দেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন করা হয়। ৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারি কমিশনার (ভ‚মি) সাখাওয়াত জামিল সৈকত বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি বঙ্গমাতার জীবনী শিক্ষা আমাদের সুশিক্ষিত করে গড়ে তুলবে। আমাদের অনেক কিছু শেখার আছে এই মহীয়সী নারীর জীবনী থেকে। আমার কন্যা যদি তার কাছ থেকে কিছু অর্জন করতে পারে, তার ধৈর্য্য,ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা অর্জন করতে পারে তাহলে স্কুল কলেজ, বিশ^বিদ্যালয়ের থেকেও বড় ডিগ্রীর শিক্ষা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। মা ফাতেমা বিবি খাদিজার পাশাপাশি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কাছ থেকে যে শিক্ষা গ্রহন করবে সেই একজন আদর্শ নারী হবে।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার দু’টি লাইন উল্লেখ করে বলেন, কোন কালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষি রানী। তেমনি বঙ্গবন্ধুর জাতির জনক হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অনুপ্রেরণা কাজ করেছে। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যা মাস্টার অমূল্য রঞ্জন হালদার, বিশিষ্ট্য সমাজ সেবক এস এম নজরুল ইসলাম বাবুল, অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ্বিজয় হাজরা, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মহাবিদ্যায়ের অধ্যক্ষ্য ঠাকুর চাঁদ হালদার, নাজিরপুর কলেজের সহকারি অধক্ষ্য মুজিবুর রহমান বালী, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক ও লেখক সঞ্জীব কুমার রায়, এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগলীগ নেতা দুলাল মল্লিক সহ প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি বে-সরকারি কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নাজিরপুর থেকে ৪ জন অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেণ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *