চিতলমারীর নবাগত ইউএনও’র সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়
বাগেরহাটের চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন আলীর সাথে মতবিনিময় করেছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। বুধবার (৩ মার্চ) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।