বাগেরহাটের চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন আলীর সাথে মতবিনিময় করেছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। বুধবার (৩ মার্চ) দুপুরে ইউএনও'র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।