মহানবী হজরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের উলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২-১১-২০২০ইং মানববন্ধনে আয়োজকরা বলেন,ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনে আমরা তীব্র নিন্দা জানাই। মুসলমানদের হৃদয়ের মনিকোঠায় আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ) কে ব্যঙ্গচিত্র, অপমান আমরা মুসলমানরা কখনোই সহ্য করবো না। ধর্মীয়ভাবে আঘাত করেছে ফ্রান্স যার মূল্য তাদের দিতে হবে। পুরো মুসলিম জাতীকে আঘাত করেছে এই ইসলামের শত্রু ফ্রান্স। আমরা প্রতিবাদ স্বরুপ ফ্রান্সের সকল পণ্য বর্জন করলাম। সকল মুসলিমদের উচিত ফ্রান্সের পণ্য বর্জন করা। দেশটির ওপর কুটনৈতিক চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। উক্ত মানববন্ধন কর্মসূচি পালনে অংশ গ্রহণ করেন,আলোর দিশারি সেবা সংঘ,উলপুর ইউনিয়ন ছাত্র ও যুব সমাজ, আল – ইদ্রিস তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা নিজড়া দঃপাড়ার শিক্ষক ছাত্র সহ। উলপুর, কংশুর,খাটিয়াগর,করপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত ওলামা বৃন্দ ও মানববন্ধনে ক্বওমী ওলামা ঐক্য পরিষদের ব্যানারে হাজারো তাওহীদি জনতা অংশ গ্রহণ করেন