ভুল পরিকল্পনার কারণে

জনগণের সুবিধার্থে সরকার নিরাপদে রাস্তা, ব্রিজ, এবং অন্যান্য অনেক স্থাপনা। জন্য ছোট বড় মিলিয়ে এসব স্থাপনার সংখ্যা কম নয়। এসব স্থাপনা নির্মাণে বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু ভুল পরিকল্পনার কারণে শেষ পর্যন্ত কোনো কাজেই আসছে না সরকারের এ বিনিয়োগ। অধিকাংশ স্থাপনা থেকে যাচ্ছে অব্যবহূত। এর মধ্যে অনেকগুলো আবার পরিণত হয়েছে ছিন্নমূল মানুষের আবাসস্থলে, আবার এমন এমন স্থাপনা আছে যা কোনো কাজেই আসেনা। তেমনই একটি ভুল নির্মান নাজিরপুর পিরোজপুরের জুগারঝোর, বৈটাগাঠা গ্রামেরর জুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের গেট টি।সসরকারি বাজেট আসছে গেট করার তাই করে রাখছে। কিন্তু এতে উপকার হলো ন অপকার হলো তা নিয়ে মাথা ব্যাথা নাই। এক কথায় তেলা মাথায় তেল দেয়ার মতো। গেটের সামনে রয়েছে জলাবদ্ধতা। যেখানে রয়েছে এডিস মশার সমহার। শিক্ষক এবং শিক্ষার্থীদের কোনোই উপকারে আসে না



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *