বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও ব্যবসা অনুষদে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব


এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা- এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষার ভাবনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে শিক্ষকরাই বলছেন, এমন সিদ্ধান্ত জটিলতা বাড়াবে।
এদিকে, উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল বলছেন, প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
গেলো রবিবার ভর্তি সংক্রান্ত বিষয়ে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। যেখানে আগামি ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু তিনটি ইউনিট- বিজ্ঞান, কলা ও ব্যবসা অনুষদে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব আসে। তারপর থেকেই এ নিয়ে চলছে আলেচনা- সমালোচনা।
‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না থাকলে এই অনুষদটেই থাকবেনা বলে মনে করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। তিনি বলেন, “আমি আলোচনায় যাব না কারণ বন্ধ করার কোনো সুযোগই আমার। যে সাইন্সে চান্স পেলো না, আমি কি তাকে নেব! ছবি আঁকাআকিতে যে ভাল করছে আমি তাকে নেব। গোটা পৃথীবিতে আর্টের ওপর পরীক্ষা না দিয়ে কেউ চান্স (চারুকলা অনুষদে) পায় না।”
প্রস্তাবিত ভর্তি পরীক্ষার বদলে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ দুই দশক ধরে পরীক্ষা নিচ্ছে। কোনো একটা চাহিদার জন্য পরীক্ষা নেয়া হচ্ছে। এ ধরনের প্রস্তাবনায় চিন্তা করতে হবে- যে যৌক্তিকতা দেখানো হয়েছে যে, শিক্ষার্থীদের ওপর চাপ পরে- তাহলে আমরা গুচ্ছ পদ্ধতিতে কেন যাচ্ছি না, কেন সমণ্বিত পদ্ধতিতে যাচ্ছি না! কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান কম্প্রোমাইজ করতে চাই না।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিদ্বান্ত পর্যালোচনার অনেক সময় আছে। উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, “কোনো কিছুই চূড়ান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলেও আলোচনা হবে। এটি আরো এক বছর পরের বিষয়। যেটা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হয়, আমরা সেদিকেই অগ্রসর হব।”
উচ্চশিক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ বন্ধ করলে শিক্ষার মানে খারাপ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষকদের অনেকে।