ফকিরহাটে এবার জমি ও পাকা ঘর পেল ৩৫পরিবার 

 ফকিরহাটে এবার তৃতীয় পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক ভূমিহীন
ও গৃহহীন ৩৫পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। বৃহস্পতিবার (২১
জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং শুভ
উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৩৫ পরিবারকে জমি ও গৃহের
কাগজপত্র হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এসব পরিবারের মাঝে জমি ও ঘরের
কাগজপত্র হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, উপজেলা
প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা,
শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও
গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প
নিমার্নের পরিকল্পনা অনুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলার শুভদিয়া
ইউনিয়নে ৩৫টি পাকাঘর নিমার্ন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *