ফকিরহাটে ইট বোঝাই ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষে নিহত-১, আহত-২


ফকিরহাট উপজেলার বালইয়ের দোকান নামক এলাকায় ইট বোঝাই ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহি মতলেব খা (৮০) নিহত হয়েছেন। এসময় আরো দুই মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাখালগাছী থেকে একটি মটরসাইকেলে তিন আরোহী কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে সুগন্ধি গ্রামের মতলেব খা ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত রুহিন খা (৪৫) ও সৈকত খা (২৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ইটের ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।