প্রিয় বড় ভাই || এবিএম কাইয়ুম রাজ

বড় ভাই, তুই আমার সঙ্গী,

তুই ছাড়া কিছুই ভালো লাগে না।

তোর সাথে কাটানো সময়,

স্মৃতিতে আমি সব সময় রেখে যাই।

 

তুই শিখিয়েছিস অনেক কিছু,

তোর সঙ্গে কাটানো প্রতিটি দিন।

ঝগড়া হোক, তবুও তুই পাশে ছিলি,

তুই ছাড়া জীবন অচল, ভাই, জানিস।

 

তুই না থাকলে জীবন অসম্পূর্ণ,

তুই আছিস বলেই আমি সুখী।

তোর হাসি, তোর কথা, তোর সঙ্গে পথ চলা,

সব কিছু মধুর, সব কিছু সুন্দর।

 

এটাই আমার ভাইয়ের প্রতি ভালোবাসা,

তুই ছাড়া কিছুই অর্থহীন।

তুই আমার শক্তি, তুই আমার আশা,

তুই আছিস বলেই জীবন পূর্ণ।



Comments are Closed