পটুয়াখালীর কলাপাড়ায় সাত ব্যবসা প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জরিমানা

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযানে কলাপাড়া বাজারে ০৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক পটুয়াখালীর দিক নির্দেশনায় পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে কলাপাড়া বাজার এলাকায় বাজার তদারিকমূলক অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া। সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান অভিযান চলাকালে মুরগীর দোকান,মুদি দোকান,মাছ বাজার,গ্যাসের দোকাস, চালের দোকান, সবজির দোকান,ঔষধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মুদি দোকান এবং মুরগীর দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ০১ টি দোকানকে ৬ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ০১ টি ঔষধের দোকানকে ২৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে উৎপাদন – মেয়াদের তারিখ না থাকায় ০১ টি বেকারীকে ৬ হাজার টাকা করে সর্বমোট ৪৩ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও জানান, অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীগণসহ স্থানীয় নাগরিকদেরকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা এবং ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং উপস্থিত সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ অন্যান্য আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় ও সেবা প্রদানের জন্য অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন কলাপাড়া থানা পুলিশের একটি টিম এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব মৃনাল চন্দ্র দোবনাথ। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিজান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *