নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৩ জুন বৃহস্পতিবার সকালে ১ টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিয়ে উদ্ভোধন করেন দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এস এম নূরে আলম সিদ্দিকী (শাহীন)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ ফজলে বারী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুভ ওঝা, দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক নূরে আলম সিদ্দিকি (শাহীন) বলেন, ২০১৯ সাল থেকে সাড়া বিশে^ মাহামারী করোনা ভাইরাস জনজীবনকে ভিতীকর অবস্থা করে তুলেছে। এ সময়কালে চিকিৎসক-নার্স- স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সম্মুখসারির অনেক করোনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখা যোদ্ধাকে আমরা হারিয়েছি, অনেক আপনজন চলে গেছেন। অনেকে রোগে-শোকে মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন, এখনো অনেকে অসুস্থতায়

ভুগছেন। এখন বিশ্বের অনেক দেশে করোনার প্রকোপ কমেছে। আমাদের দেশেও কমেছে। কিন্তু আশঙ্কার বিষয় হলো গত কয়েক দিন ধরে আবার কিছুটা বাড়ছে। কেন? আমরা তো কিছুটা আশ্বস্ত হয়েছিলাম যে করোনা দূর হবে। আমরা আবার

সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে যাব। অনেকে প্রথম ডোজ ২য় ডোজ করোনা প্রতিরোধ টিকা নিয়েছেন আবার অনেকে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। এ সময় তো করোনার সংক্রমণ হার ধীরে ধীরে কমে আসার কথা। কিন্তু ক্রম্মানয় বাড়ছে। আমরা শঙ্কিত।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের নিয়ম থাকলেও মানছেন না বেশির ভাগ মানুষ। রাস্তাঘাট, বাজার, শপিং মলে খুব কম মানুষ মাস্ক ব্যবহার করেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ধুমধামের সঙ্গে চলছে। এসব অনুষ্ঠানে মাস্ক পরার চলন প্রায় নেই। ফলে করোনার সংক্রমণ বাড়ছে। পরে তিনি নাজিরপুর উপজেলার পথচারীদের মাঝে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পড়িয়ে দিয়ে সচেতন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *