নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ


সারাদেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান।
সোমবার (২৬ জুলাই) সকাল ১১ টায় নাজিরপুর সদর বাজারের টলসেডে বসে সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ১৮৯ জন দুঃস্থ ও অসহায় ভ্যান চালক, চায়ের দোকানদার এবং অটোচালকদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ আলম, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পান্নু ফরাজী সহ স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, চলমান লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে এ ত্রান কার্যক্রম অব্যহত থাকবে।