নাজিরপুরে শাটডাউন অমান্য করায় ৭ জনকে অর্থদন্ড


সারা দেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুরেও চলছে শাটডাউন। প্রয়োজন ছাড়া বের হলেই প্রশাসন করছেন জরিমানা। নাজিরপুর সদর ও চৌঠাইমহল বাস স্টান্ড এলাকায় অভিযান চালিযয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড বিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭ জনকে ১ হাজার ৬ শত টাকা অর্থদন্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ লা জুলাই থেকে কঠোর ভাবে শাটডাউন শুরু হয়েছে। নাজিরপুরে শাটডাউন বাস্তবায়নে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এবং তাদেরকে সার্বিক সহযোগীতা করছেন নাজিরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন এ অভিযান অব্যাহত থাকবে এবং বিনা প্রয়োজনে শাটডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।