পিরোজপুরের নাজিরপুরে গত ৯ নভেম্বর সকাল ১০ টায় ব্র্যাকের উদ্যোগে ভুক্তভোগী নারীদের নিয়ে বার্ষিক ক্লাইন্ড ওয়ার্কশপ উদ্যাপিত হয়েছে। সাকিলা আরজুর সার্বিক সহযোগীতা ও সঞ্চালনায় জাহাঙ্গীর হোসাইন DM ( SELP) এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমানের বক্তব্যে বলেন ব্র্যাক বাংলাদেশের সবচেয়ে বড় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
যাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে তার মধ্যে ভুক্তভোগী নারীদের আইনী সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তা অব্যহত থাকবে।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিক এস এম জাহিদুল হক, উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মোঃ ইস্রাফিল (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), মোঃ মাহাবুবুর রহমান ,উপজেলা সমাজসেবা অফিসার, বিভঞ্জন বিশ্বাস জেলা প্রতিনিধি ব্র্যাক, মোঃ নূরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবী), সঞ্জয় কুমার মন্ডল, শাখা ব্যবস্থাপক (দাবী), মো: জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক (বিসিউপি), মোঃ মারুফুর রহমান, শাখা ব্যবস্থাপক (এস সি ডি পি) সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।