নাজিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া


পিরোজপুরের নাজিরপুরে উপজেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহড়া বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। স্টেশন অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে শহীদুল ইসলামের পরিচালনায় তৈলের আগুন নির্বাপন, গ্যাসের আগুন নির্বাপন, ঘরের আগুন নির্বাপন সহ বিভিন্ন ধরনের নজেল ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।