নাজিরপুরে চেয়ারম্যানের সিএ’র বোনের মুরগীর খামারে ত্রানের টিন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সি.এ মোঃ ইয়াসির আরাফাত এর বিরুদ্ধে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের ত্রানের টিন দিয়ে তার বোন ইয়াসমিনের মুরগীর খামার নির্মানে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
মোসাঃ ইয়াসমিন উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের সি.এ ইয়াসির আরাফাতের বোন এবং উভয়ই একই গ্রামের বাসিন্দা ইলিয়াস শেখ এর ছেলে এবং মেয়ে। বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুরগীর খামারী মোসাঃ ইয়াসমিন এর সত্যতা স্বীকার করে বলে আমি এবং আমার ফুফু এই দুই নামে ৪ বান টিন পেয়েছি এ নিয়ে একবার সাংবাদিকরা এসেছিলেন তো আবার আপনারা কেন এসেছেন ? এবিষয়ে কোন নিউজ হলে আপনাদের বিরুদ্ধে মামলা করব।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের সি এ মোঃ ইয়াসির আরাফাত এর সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ ই¯্রাফিল জানান, সংসদ সদস্যের দেয়া তালিকা অনুযায়ী উপজেলার  ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে জন প্রতি দুই বান করে ও এক বান করে টিন দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *