নাজিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন খান এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম আজিম, প্রধান বক্তা হিসাবে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আবিদ আল হাসান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ওবায়দুল হক খান, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এ্যড. দীপ্তিষ চন্দ্র হালদার, সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মোঃ নূরুল ইসলাম সজিব, সভাপতি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুমন সিকদার, সহ-সভাপতি লুবনা আহম্মেদ, মৃনাল কান্তি দত্ত, শাহরিয়ার ফেরদৌস রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রাসেল সিকদার, সাংগাঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,
এ সময় প্রধান অতিথি একে এম আজিম বক্তব্যে বলেন নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন তিনি। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে স্বেচ্ছাসেবকলীগকে এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তা হিসেবে আবিদ আল হাসান বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায়ে সভাপতি, সম্পাদক আপনাদের কোন অভিযোগ কিংবা এই সংগঠন কিভাবে চলছে এ বিষয়ে কথা বলবেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কোন মতানৈক্য অথবা মতভেদ নিয়ে কাজ করে না এটি একটি শান্তি প্রিয় সংগঠন। এ সয়গঠনের মাধ্যমে প্রধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সামনে এগিয়ে নিতে হবে।