নাজিরপুরে “অরবিন্দুর” বরশিতে ১১ কেজি ওজনের বাঘ আইড়


পিরোজপুরের নাজিরপুরে দীর্ঘা তালতলা ও কালীগঙ্গা নদীর মোহনায় অরবিন্দু নামের এক জেলের বরশিতে মিলল ১১ কেজি ওজনের বাঘ আইর। ২৭ জুন রবিবার বিকাল ৩ টায় অরবিন্দু মাছটি শিকার করে নাজিরপুর সদর উপজেলায় এনে ১১ হাজার টাকায় বিক্রী করে। অরবিন্দু জানান এই করোনা মহামারীতে অতি কষ্টে দিন অতিবাহিত করে আসছিল কিন্তু আজ মাছটি পেয়ে ১১ হাজার টাকায় বিক্রী করে পরিবারের জন্য কিছু চাল ডাল ক্রয় করে সে আজ মহা খুশিতে বাড়ী ফিরছে।