নওগাঁর রাণীনগরে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য জাকিরকে সংবর্ধনা
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নওগাঁ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জাকির হোসেনকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা চৌধুরী মুরাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধক্ষ বুলেট হোসেন, সদস্য ছানোয়ার জাহান আল-মামুন, সদস্য ফরহাদ হোসেন, সদস্য উজ্জল হোসেন, সদস্য আব্দুল মতিন চৌধুরী, সদস্য বিকাশ চন্দ্র প্রামানিক সহ অন্যরা।