নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নওগাঁ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জাকির হোসেনকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা চৌধুরী মুরাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধক্ষ বুলেট হোসেন, সদস্য ছানোয়ার জাহান আল-মামুন, সদস্য ফরহাদ হোসেন, সদস্য উজ্জল হোসেন, সদস্য আব্দুল মতিন চৌধুরী, সদস্য বিকাশ চন্দ্র প্রামানিক সহ অন্যরা।