দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জে ফুড গার্ডেন চাইনিজ এন্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন

 গোপালগঞ্জে ফুড গার্ডেন চাইনিজ এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় চিত্রাবাণী সিনেমা হলের পিছনে ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন মিল্কভিটা বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান (দিপু), দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম.গোলাম হায়দার, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, সেকশন অফিসার বি.এম.ইমরুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি বিনিয়োগ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বা Entrepreneur Ship and Skill Development Project (ESDP) বিডার একটি উল্লেখযোগ্য কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ইএসডিপি চতুর্থ ব্যাচের উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে তার এ ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *