গোপালগঞ্জে ফুড গার্ডেন চাইনিজ এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় চিত্রাবাণী সিনেমা হলের পিছনে ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন মিল্কভিটা বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান (দিপু), দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম.গোলাম হায়দার, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, সেকশন অফিসার বি.এম.ইমরুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি বিনিয়োগ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বা Entrepreneur Ship and Skill Development Project (ESDP) বিডার একটি উল্লেখযোগ্য কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ইএসডিপি চতুর্থ ব্যাচের উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে তার এ ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।