দর্শনায় মাদ্রাসা থেকে ছুটি না দেওয়ায় রাতভর কান্নাকাটি করে মারা গেলো ২য় শ্রেনীর ছাত্রী আফসানা,


দামুড়হুদা উপজেলার দর্শনা মাদ্রাসা থেকে ছুটিতে রাড়ি নিয়ে যাওয়ার জন্য আফসানার পিতা মাদ্রাসায় আসেন কিন্তু মাদ্রাসার শিক্ষক ছুটি না, দিয়ে বাবা কে ফিরিয়ে দেওয়া হয়।
বাবা চলে যাওয়ার পর থেকে আফসানা সারা রাত কান্নাকাটি করে মারা গেলো দ্বীতৃয় শ্রেনীর ছাত্রী আফসানা খাতুন। দামুড়হুদা উপজেলায় দর্শনায় মাদ্রাসা থেকে ছুটিনা দেওয়ায় মানসিক চাপে রাতভর কান্নাকাটি করে মারা গেলো দ্বীতৃয় শ্রেনীর ছাত্রী আফসানা খাতুন দোলা (১০)। পারিবারিক সুত্রে জানা গেছে আফসানা খাতুল দোলার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিলো এই উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর থেকে আফসানা খাতুন দোলার পিতা দুলাল হোসেন মেয়েকে নিতে দর্শনা মাসুমা জান্নাতম হিলা মাদ্রসার আসে।
এতে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ গোলাম কিবরিয়া তাকে ছুটি না দিয়ে দোলার পিতা কে ফিরিয়ে দেন। কেনও? নিজের বাবা মেয়ে কে ছুটিতে নিতে আশার পরও আফসানা ছুটি দেওয়া হলো না, এর কারণ কি? এরপর থেকে বলে আমি মায়ের কাছে যাবো আমি মায়ের কোলে শুয়ে ঘুমাবো। মায়ের কোলে ঘুমাতে না পারলেও চিরতরে ঘুমিয়ে গেলো আফসানা খাতুন দোলা।
দোলা কাঁদতে থাকে সে কান্না আর থামেনি। সে সারা রাত কাঁদতে কাঁদতে মাদ্রাসার সকলের অজান্তে মারা যায়। আজ শুক্রবার ৬ নভেম্বর ভোরে তাকে নামাজ পড়ারজন্য ডাকাডাকি করলে সে আর উঠেনি। এ খবর জানাজানি হলে প্রথমে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় কোয়াব ডাক্তার নাজমুল হকের কাছে নিয়ে যান। ডাক্তার বিষয়টি আচ করতে পেরে বলেন, চুয়াডাঙ্গা সদর বা অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যান।
তখন মাদ্রাসা কর্তৃপক্ষ দোলাকে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলম কিবরিয়াকে কেন তাকে ছুটি দেয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন কয়েক দিন আগে মাদ্রাসা খোলা হয়েছে। তাছাড়া বিয়ে-সাদির অনুষ্ঠানে কারো ছুটি দেওয়া হয়না। এদিকে মাদ্রাসার ২য় বর্ষে ছাত্রী আফিয়া, মারুফা, উম্মে হাবিবা ও নাদিরা তার মৃত্যর বিষয়ে বলেন, গত রাত ১টার দিকে রাবেয়া তার খালাতো বোনের সাথে বাত রুমে নিয়ে যায়। এরপর তাকে রেখে ঘুমাতে যায়। এরপর ভোরে তাকে নামাজ পড়ার জন্য ডাকা-ডাকি করে সে আর উঠেনি। তার মৃত্যু অকেটাই রহস্যময় বলে এলাকার মানুষ জানিয়েছেন। আজ বেলা ১টার দিকে ময়না তদন্ত ছাড়াই আফসানা খাতুন দোলার দাফন সর্ম্পূন হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনাা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।