“থেকে একসাথে যুক্ত” ” করবো পথশিশু মুক্ত”

 সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন ।তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো বেগম রোকেয়া দিবস,নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের একই দিনে তিনি ইন্তেকাল করেন। আজ বেগম রোকেয়ার ১৪০তম জন্মদিন ও ৮৮ তম মৃত্যুবার্ষিকী ৯ ডিসেম্বর। নারী মুক্তি ও নারী শিক্ষার চিরাত দীপিা বিপ্লবী বেগম রোকোর ১৪০ তম জন্মদিন শ্রদ্ধাঞ্জালি🕯 এ উপলক্ষে আজ সন্ধ্যায় নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। উক্ত আলোক পেজ্জ্বলন কর্মসূচি তে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবেঃ ড. শেখ মামুনুর রশিদ স্যার (ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক নিয়োজিত স্টেশন অফিসার) আর এ উপস্থিত ছিলেন রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল সদস্য। সভাপতিত্ব করেন রাব্বি ইসলাম (সভাপতি রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন) সার্বিক সহযোগিতায়ঃ সবুজ দেশ নিউজ ডট কম ও সবুজ বাংলা রেষ্টুরেন্ট



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *